বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ এক শোক বিবৃতিতে রোমান ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার ও ধর্মপ্রাণ খ্রিষ্টানদের প্রতি তার আন্তরিক সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি পোপ ফ্রান্সিসের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। তিনি আরও বলেন, পোপ ফ্রান্সিস উদারনৈতিক দর্শনের একজন ব্যক্তিত্ব ছিলেন এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে মানবসভ্যতা একজন মানবদরদী ও জনহিতৈষী ব্যক্তিত্বকে হারাল। তিনি খ্রিস্টান ধর্ম্বালম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, পোপ ফ্রান্সিস গতকাল সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর এবং তাঁর মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।


