আমির খানের নতুন ছবি বয়কটের ডাক

0


 

আমির খানের আগামী ছবি ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তির এখনও ২৪ ঘণ্টা পেরোয়নি, এর মধ্যেই ছবিটি বয়কটের ডাক দিচ্ছেন ভারতীয় নেটিজেনরা। অতি তুচ্ছ কারণে ‘তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতার’ দাবি তুলে এ বয়কটের ডাক দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ের জন্য তুরস্কে পাড়ি দিয়েছিলেন আমির। সেই সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমাইন এরদোয়ানের সঙ্গে দেখা করেন।


তখন দুজনের খোশগল্পে মেতে ওঠার বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে। ভারতের ‘শত্রু’ দেশ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে কেন হাত মিলিয়েছিলেন, সেই নিয়ে আক্রমণের মুখে পড়েন আমির।


এবার অপারেশন সিঁদুরের আবহেও ফিরে এল সেই বিতর্ক। পাকিস্তানের পাশে থাকা তুরস্কের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা টেনেই আমিরের নতুন ছবি বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top