সালমানকে প্রেমিক স্বীকার করতে চাইতো না ঐশ্বরিয়া

0


 


বলিউডের অন্যতম চর্চিত বিষয় সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের সম্পর্ক। শোনা যায়, তাদের সম্পর্ক বহুদূর গড়িয়েছিল, এমনকি তাদের বিয়েও হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটি ভেঙে যায়। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ১৯৯৯ সালে হাম দিল দে চুকে সানাম ছবির সেটে শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম।


কিন্তু ২০০১ সালেই সম্পর্কের পরিণতি ঘটে বিচ্ছেদে।এ নিয়ে গুঞ্জন ছড়ালেও সালমান খান কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে একবার ভাইয়ের হয়ে বিষয়টি কথা বলেছিলেন সোহেল খান। তিনি বলেছিলেন, ঐশ্বরিয়া আমাদের পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন।ঘন ঘন আমাদের বাড়িতে আসতেন। কিন্তু বাইরের জগতে কখনও সালমানকে নিজের প্রেমিক হিসেবে স্বীকার করেননি। তার এই দ্বিচারিতা সালমানকে মানসিকভাবে প্রভাবিত করত।


সোহেল আরও বলেন, ‘আজ সে কাঁদে, কিন্তু যখন সালমানের সঙ্গে ঘুরে বেড়াত, তখন কি কখনও তাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছিল? কোনওদিন নয়।


এটাই সালমানকে নিরাপত্তাহীনতায় ভুগিয়েছে। সে জানতে চাইত, সে (ঐশ্বরিয়া) আসলে ওকে চায় কি না। কিন্তু সে কখনও নিশ্চিত করে কিছু জানাত না। ’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top