আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না:নির্বাচন কমিশনার

0


 


নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। 


সোমবার সকাল ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


তিনি বলেন, ‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে।নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নাই।


এসময় “আওয়ামী লীগ ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে কি না?” এমন প্রশ্নের উত্তরেরে ইসি মাছউদ বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top