করোনা ভাইরাস ছড়াতে পারে টাকার মাধ্যমেও

0





  •    চিকিৎসকদের মতে করোনা ভাইরাস ছড়াতে পারে টাকার মাধ্যমে, অনেকে টাকা গুনে  হাত ও জীভের সংস্পর্শে এর ফলে হাত থেকে টাকার জিবানু চলে যায় সরাসরি মুখে। তাই  করোনা ভাইরাস আক্রান্ত মানুষের টাকা ধরার কারণে এ ভাইরাস সহজেই ছড়াতে পারে অন্য মানুষের দেহে ।

  •   চিকিৎসকের পরামর্শ টাকা গোনার সময় কেউ মুখে হাত লাগাবেন না এবং টাকা গোনার পরে জীবাণুনাশক দিয়ে হাত ধুয়ে নিন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top