- চিকিৎসকদের মতে করোনা ভাইরাস ছড়াতে পারে টাকার মাধ্যমে, অনেকে টাকা গুনে হাত ও জীভের সংস্পর্শে এর ফলে হাত থেকে টাকার জিবানু চলে যায় সরাসরি মুখে। তাই করোনা ভাইরাস আক্রান্ত মানুষের টাকা ধরার কারণে এ ভাইরাস সহজেই ছড়াতে পারে অন্য মানুষের দেহে ।
- চিকিৎসকের পরামর্শ টাকা গোনার সময় কেউ মুখে হাত লাগাবেন না এবং টাকা গোনার পরে জীবাণুনাশক দিয়ে হাত ধুয়ে নিন ।
করোনা ভাইরাস ছড়াতে পারে টাকার মাধ্যমেও
মার্চ ২৯, ২০২০
0
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন