
পৃথিবীর পাশ দিয়ে চলে গেল প্রায় দুই কিলোমিটার চওড়া একটি গ্রহাণু। বুধবার ভোরে এটি পৃথিবীর অতিক্রম করে নাসাও স্পেস ডট কম খবরটি নিশ্চিত করে।
গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় ৩.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে চলে গেছে।সৌরজগতের হিসেবে এই দূরত্ব তেমন কিছু নয় তবে পাশ দিয়ে গ্রহাণুটি ছুটে যাওয়ার ঘটনায় কোনো প্রভাব পড়েনি পৃথিবীতে।
নাসার বিজ্ঞানীরা জানান, যদি এটি কোন ভাবে পৃথিবীর সাথে ধাক্কা খেত তাইলে ভয়ঙ্কর বিপদ হত পৃথিবীর।
মহাকাশবিদরা সম্প্রতি, এটির ছবি প্রকাশ করেন এবং দেখতে পান যে এটি প্রায় দুই কিলোমিটার চওড়া এবং এটি এটির সাইজ মাউন্ট এভারেস্টের সাইজের অর্ধেক।

