সাকিব আল হাসান কে প্রস্তাব দেওয়া জুয়াড়ি দীপক আগরওয়াল নিষিদ্ধ

0


গত বছর অক্টোবর মাসে হঠাৎ খবর এলো, সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।বাংলাদেশ ক্রিকেট কি বিশাল এক ধাক্কাই না খেয়েছিল সেই সময়।

সাকিব আল হাসানের অপরাধ ছিল জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে সেটি আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জানাননি তিনি।
পরে অবশ্য সাকিব আল হাসানের সাজা দুই বৎসরের জায়গায়, এক বছর স্থগিত করে আইসিসি।

শাকিব আল হাসান  যে জুয়ারীর কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন,সেই দীপক আগরওয়াল এবার দু'বছর জন্য ক্রিকেট সংশ্লিষ্ট সব কিছু থেকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অবশ্য এই শাস্তির পেছনে সাকিব আল হাসানের কে প্রস্তাব দেওয়ার কোন সংযোগ নেই।

দীপক আগরওয়াল কে শাস্তি দেওয়া হয়েছে আইসিসির তদন্তে বাধা দেওয়া এবং অযথা তদন্তে দেরি করানোর কারণে।
গতবছর শারজাতে হয়ে যাওয়া টি ট-১০ লিগের সিন্ধিস দলের মালিকদের একজন দীপক আগারওয়াল।

আইসিসি এক বিবৃতিতে জানায়,তাদের দুর্নীতি দমন ইউনিটের তদন্তে বেশ কয়েকবার বাধা দিয়েছেন এবং দেরি করিয়েছেন তিনি। দীপক আগরওয়াল অবশ্য নিজের বিরুদ্ধে সব অভিযোগ মেনে নিয়েছেন, যে কারণে তার বিরুদ্ধে কোনো শুনানিতে যেতে হয়নি।

দুই বছরের  মধ্যে ছয় মাস স্থগিত থাকবে নিষেধাজ্ঞা। আইসিসির এক বিবৃতিতে লেখা হয়, সব শর্ত মেনে চললে ২০২১ সালের ২৭ শে অক্টোবর আবার ক্রিকেটের সাথে যুক্ত হতে পারবেন দীপক আগরওয়াল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top