করোনায় দেশে আরও ১০ মৃত্যু, নতুন শনাক্ত ৩৪১

0
 দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫০, শনাক্ত ১২৩১
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬০জন দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে।
১৬ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২০১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বৃহস্পতিবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭৫৫ জনে। বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top