আজ (১৫/০৪/২০২০) তারিখ হইতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শরিয়তপুর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক কাজী আবু তাহের স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
এ গণ বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত শরীয়তপুর জেলা কমিটি আজ ১২ ঘটিকায় অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত আলোকে প্রাণঘাতী করোনা ভাইরাস এর সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধে শরীয়তপুর জেলাকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করা হলো।
অবরুদ্ধ কালীন সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথ বা অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে, কিংবা এ জেলা হতে অন্য কোথাও গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রে ও এইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এই নিষেধাজ্ঞা সময় সকল ধরনের গণপরিবহন চলাচল ও জনগণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা চিকিৎসা সেবা, কৃষিপণ্য , নিত্য প্রয়োজনীয় খাদ্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।
এ সময় জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক যোগে শরীয়তপুর জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃযোগাযোগ এর আওতাবহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যে কোন সীমানা দিয়ে এ জেলায় যানবাহন প্রবেশ ও জেলা হতে প্রস্থান করতে পারবে না।
জনস্বার্থে জারীকৃত এই আদেশ আজ (১৫/০৪/২০২০)তারিখ সন্ধ্যা ০৬ ঘটিকা হতে কার্যকর হবে।
এছাড়া এই গন বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে,
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

