শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বিশাকুড়ি গ্রামের এক নারীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই নারীর বয়স প্রায় ৩০ বছর। কোভিড-১৯ আক্রান্ত এই নারী সম্প্রতি তার স্বামীর সাথে ঢাকা গিয়েছিলে।
শরীয়তপুর জেলার সিভিল সার্জন এস এম আবদুল্লাহ আল মুরাদ জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে করোনা আক্রান্ত রোগীর ফলাফল পাওয়া গেছে।
সিভিল সার্জন বলেন, গত ১১ এপ্রিল ওই নারী তার স্বামীর সঙ্গে ঢাকায় ডাক্তার দেখাতে যান। ঢাকা থেকে বাড়ি ফেরার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কর্মীরা গিয়ে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখতে পান। নমুনা সংগ্রহ করে ১৫ এপ্রিল পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়। পরীক্ষায় তার ফলাফল করোনা ভাইরাস পজিটিভ এসেছে।
অতএব, তিনি ডামুড্যা উপজেলার প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী।

