দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে। গত ২৪ঘণ্টায় ৯ জন আক্রান্ত রোগী মারা গেছে।আর এই সময় ৪৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।গত ২৪ ঘন্টা আগের দিনের চেয়ে মৃত্যু ও আক্রান্ত ব্যক্তির সংখ্যা কমেছে।
দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত সংখ্যা ১১০ জন। দেশে মোট করণা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৭ জন।
করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৯৭৪ নমুনা পরীক্ষা করা হয়েছে।

