মধ্যরাতে ডাকাত আতংক

0
Robbery WORD GR. Robbery stencil print on the grunge white brick wall royalty free stock imagesপ্রতীকী ছবি


খাসেরহাট, তুলাতলা, সূর্যমনি সহ আশেপাশের বিভিন্ন এলাকায় মধ্যরাতে ডাকাত আতংক ছড়িয়ে পড়েছে।অত্র অঞ্চলের সকল জায়গার মসজিদের মাইকের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে যে আপনারা সবাই যে যার অবস্থানে প্রস্তুত থাকুন এলাকায় ডাকাত ঢুকেছে।

বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে খাসের হাটের বাসগাড়ি এলাকায় পাঁচ টলার ভরে ডাকাত ঢুকেছে এবং তারা খাসেরহাট, সূর্যমনি এবং তুলাতলা সহ বিভিন্ন এলাকায় ডাকাতির জন্য প্রস্তুত হচ্ছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার হাজার হাজার লোক লাঠিসোঁটা নিয়ে যার যার অবস্থানে প্রস্তুত হয়।

এলাকায় ডাকাতের খবর শুনে আংগারিয়া পুলিশ ফাঁড়ি থেকে এক গাড়ি এবং পালং মডেল থানা থেকে দুই গাড়ি দাঙ্গা পুলিশ দ্রুত তুলাতলা বাজারে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা এলাকার  লোকজনদের যার যার অবস্থানে অবস্থান করতে বলেন এবং প্রয়োজনে দ্রুত পুলিশে খবর দিতে বলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top