সাকিবের ইতিহাস গড়া ব্যাট বিক্রি হলো 20 লাখে

0
Shakib to auction 2019 World Cup bat to raise Covid-19 fund



সাকিব আল হাসান এর সেই ইতিহাস-গড়া ব্যাট নিলামে বিক্রি করা হলো ২০ লাখ টাকায়। সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যাটটি নিজের করে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাজ।২২শে এপ্রিল দুপুর থেকে ৫ লাখ ভিত্তি মূল্য নির্ধারণ করে নিলাম শুরু হয় শেষ হয় রাত সোয়া ১১ টায়।


২০১৯ ওয়ানডে বিশ্বকাপে মোট ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়ে অনন্য ইতিহাস গড়েন সাকিব আল হাসান। গত বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান গ্রাহক ছিলেন তিনি।মাহমুদুল্লাহর পরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান শাকিব আল হাসান গত বিশ্বকাপে। কোন বাংলাদেশী ক্রিকেটার হিসেবে প্রথম এক বিশ্বকাপে ৫ টি হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরির কৃতিত্ব করেন তিনি। বিশ্বকাপের এক আসরে তিনি একমাত্র ক্রিকেটার যিনি ৫০০ রান ও কমপক্ষে ১০ উইকেট বিশ্বরেকর্ড গড়েন।বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৬০৬ রানের কৃতিত্ব দেখান বাংলাদেশি এই ক্রিকেটার।

বিশ্বকাপে এই একটি মাত্র ব্যাট দিয়ে এত রেকর্ড করেন সাকিব আল হাসান। এটা সাকিব আল হাসানের সবচেয়ে প্রিয় ব্যাট যা দিয়ে তিনি দেড় হাজারেরও বেশি রান করেছেন।

করোনা ভাইরাসের সংকটকালীন পরিস্থিতিতে তিনি এই ব্যাট নিলামে তুলে অসহায়দের পাশে দাঁড়ান। তার এই ব্যাট বিক্রির পুরো টাকাই চলে যাবে সাকিব-আল-হাসান ফাউন্ডেশনের তহবিলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top