সারাবিশ্বে করোনা ভাইরাস ছড়ানোর পর এটি নিয়ে বিভিন্ন দেশ গবেষণা চালাচ্ছে। এই গবেষণায় পাওয়া যাচ্ছে নতুন নতুন সব তথ্য।বিজ্ঞানীরা এ ভাইরাসের জন্ম,প্রভাব ও আক্রান্তদের চিকিৎসা নিয়ে নতুন নতুন সব তথ্য দিচ্ছেন। চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির অধ্যাপক লেনজোয়ান দিলেন হতাশাজনক তথ্য।
গত রোববার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে তিনি বলেন, করোনাভাইরাস অন্তত ৩০টি রূপ নিয়েছে। ভিন্ন ভিন্ন রূপে এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
লেনজুয়ান বলেন,ভাইরাসটি ত্রিশটি জিনগত রূপ নিয়ে পরিবর্তিত হয়েছে বলে তার গবেষণায় প্রমাণ পেয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রূপে ছড়িয়ে পড়ার কারণে এর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, চীনের হ্যঝাউ নগরীতে যেখানে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেখানে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ১২শত।
বেশ কিছু করোনা রোগীর নমুনা পরীক্ষা করে যে করোনাভাইরাস গুলো ধরা পড়েছে তার মধ্যে কমপক্ষে ১৯টি প্রজাতি নতুন।এই ভাইরাসগুলো কখনো কখনো কার্যকারিতার দিক থেকেও ভিন্ন রূপ নিয়েছে বলে লেন জোয়ানের নেতৃত্বধীন গবেষকরা জানিয়েছেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস মানব দেহের কোষের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারে। এমনকি কোষগুলো একই সঙ্গে ভিন্ন ভিন্ন রূপে ভাইরাস বহন করতে পারে। ভাইরাসের আক্রমনাত্মক প্রজাতিগুলোর দুর্বল প্রজাতির প্রায় ২৭০গুণ বেশি শক্তিশালী। তাই এটি রোগীর আক্রান্ত কোষকে অতি দ্রুত মেরে ফেলতে পারে।

