তারাবির নামাজ ঘরে পড়া নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা

0


দেশে করোনা ভাইরাসের কারণে পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ মসজিদের পরিবর্তে মুসল্লিদের ঘরে পড়া নির্দেশ দিয়েছে সরকার।অন্যথায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।


গত শুক্রবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব‌ দেলোয়ারা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মাহে রমজানে এশার নামাজের জামাতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম এবং দুজন হাফেজ সহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। এশার নামাজ শেষে এই ১২ জন তারাবির নামাজ মসজিদে একসাথে  পড়তে পারবেন।এছাড়া অন্য মুসল্লীরা তাদের নিজ নিজ ঘরে এশার এবং তারাবির নামাজ আদায় করবেন।সবাই ব্যক্তিগতভাবে কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য প্রার্থনা করবেন।


প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন ব্যক্তি,কিংবা কোন প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন, কিংবা যোগদান করতে পারবেন না।উল্লেখিত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে।


করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনে কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ পরিচালনা কমিটিকে নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জনস্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top