জনসম্মুখে আসছেন না কেন কিম জং উন?

0



উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের অবস্থান নিয়ে চলছে নানান ধরনের জল্পনা-কল্পনা। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।এসব খবরে বলা হয় যে তিনি হূদরোগে আক্রান্ত হয়েছেন আবার কোন কোন খবরে বলা হয় তিনি মারা গেছেন।

এদিকে সাউথ চায়না মর্নিং পোস্ট এ মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে,করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে মনে হয় তিনি প্রকাশ্যে আসছেন না।অবশ্য উত্তর কোরিয়া জানিয়েছে তাদের দেশে এখন পর্যন্ত কোনো করোনা শনাক্ত হয়নি।

গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়া বিষয়ক মন্ত্রী বলেন ,১৫ এপ্রিল কিম জং উন তার দাদার জন্ম বার্ষিকী অনুষ্ঠান মিস করেন অসুস্থতার জন্য নয় করোনাভাইরাস মহামারীর কারণে তিনি সে অনুষ্ঠানে যোগ দেননি।
ওই মন্ত্রী আরো বলেন, তারা কিম জং-উনের অবস্থান জানেন এবং তারা কোনো অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিজ্ঞপ্তিতে বলেন, কিম জং উন এখন কি করছেন তা তিনি জানেন এবং তিনি ভালো আছেন। কিম জং উনের স্বাস্থ্য সম্পর্কে জানলে ও এখন নেই তিনি তা প্রকাশ করবেননা। মঙ্গলবার একই কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top