শরীয়তপুরে ৮ বছরের শিশুর করোনা শনাক্ত

0



শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে ৮ বছরের এক শিশুর শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। শরীয়তপুর জেলায় এই প্রথম কোন ছেলে শিশুর করো না শনাক্ত হয়েছে।

শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) আব্দুর রশিদ, গত ২৭ এপ্রিল রাত একটার দিকে জরুরী প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, আক্রান্ত শিশু সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের টুমচর এলাকার বাসিন্দা, সম্প্রতি তার পরিবারের লোকজন নারায়ণগঞ্জ থেকে এসেছে। গত ১৩ ই এপ্রিল সোমবার ওই শিশুর চাচি ও চাচাত নানা এবং নানির করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। তাদের সংস্পর্শে আশায় শিশুটি সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ২৩ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top