জেলখানা হচ্ছে উমর আকমলের জন্য উপযুক্ত জায়গা

0



ওমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) কারণ তিনি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানাননি।পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজা এ সম্পর্কে বলেন, এই ধরনের দোষ যারা করবেন তাদের একেবারে আইন পাস করে জেলখানায় পাঠানো উচিত।

রমিজ রাজা আরো বলেন, এ ধরনের নিরেট মূর্খ দের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে জেলখানা, আর সেটা না হলে এরকম ঘটনা আরো দেখার জন্য তৈরি থাকতে হবে।

টুইটারে ওমর আকমল কে নিয়ে জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার ও সতীর্থ ধারাভাষ্যকার পমি বাঙ্গআর একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন প্রাক্তন এই পাকিস্তান ক্রিকেটার।

তিনি আরো বলেন উমর আকমল সরকারিভাবে নির্বোধের তালিকা নাম লেখালো এবং তিন বছরের জন্য নিষিদ্ধ হল । এতে অনেক প্রতিভার অপচয় হচ্ছে তাই ক্রিকেটের জন্য পাকিস্তানকে নতুন আইন প্রণয়ন করার এটাই উপযুক্ত সময়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top