শরীয়তপুরের নতুন করোনা শনাক্ত ১ জন

0




শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে একজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এবং ঢাকা ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ৬৯ জনকে নতুন করে হোম কোয়ারান্টাইনে আনা হয়েছে।


গতকাল ২৭ এপ্রিল বিকেল পৌনে ৫ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিভিল সার্জন কার্যালয় থেকে মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ।

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়,জাজিরা উপজেলার নাওডোবা এলাকার ৮৬ বছর বয়সী এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়েছে।গতকাল সোমবার পর্যন্ত এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ জন। গত রবিবার (২৬ এপ্রিল) দুপুরে করোনা আক্রান্ত হয়ে ডামুড্ডা পৌরসভা এলাকার মতিন খান(৪৫)নামে এক ব্যক্তি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।এছাড়া গত ৪ এপ্রিল ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে নড়িয়া উপজেলার ৯০ বছর বয়সী এক ব্যক্তি মৃত্যুবরণ করেন। শরীয়তপুর জেলায় করোনায় এ নিয়ে মৃতের সংখ্যা মোট ২ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top