চাঁদাবাজির মামলায় আংগারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার

0


শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরিয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আনোয়ার হোসেন হাওলাদারকে আজ (২৭শে এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজার থেকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।


উল্লেখ্য যে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন কাজে বাধা প্রদান, ৫ লাখ টাকা চাঁদা দাবি ও উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক কে মারধরের অভিযোগ এনে ঠিকাদার গত ১৬এপ্রিল তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলাটিতে চেয়ারম্যানের আরও ৩ ভাই সহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।

শরীয়তপুর পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআসলাম উদ্দিন বলেন,পাউবোর খাল খনন প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top