"শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি,"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার পহেলা মে মহান মে দিবস পালিত হচ্ছে।তবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে কোন ধরনের সভা-সমাবেশ করা নিষিদ্ধ তাই শ্রমিকদের ঘরে বসেই এ দিনটি পালন করতে হবে।
শ্রমিকদের আত্মত্যাগের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় অবিস্মরণীয় দিন এটি। প্রতিবছর বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হতো কিন্তু সরকার করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকল ধরনের অনুষ্ঠান বাতিল করেছে।
মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
সকল শ্রমজীবি মেহনতী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করোনা সঙ্কটে তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।বিবৃতিতে এই আহ্বান জানিয়ে বলা হয়েছে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই সময়ে যে সকল শ্রমিক ভাই-বোনেরা জরুরী সেবা ও কাজে নিয়োজিত রয়েছেন তাদের স্বাস্থ্য নিরাপত্তা কে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

