গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস সনাক্তকরণ কীটের পরীক্ষার জন্য অনুমতি দেয়নি ওষুধ প্রশাসন অধিদপ্তর।
বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে এ মর্মে সংবাদ পরিবেশিত হচ্ছে যে, মেসার্স গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উদ্ভাবিত "GR COVID-19 Rapid Dot Blot Immunoassay" কিট এর পরীক্ষার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে যা সঠিক নয়। প্রকৃতপক্ষে কিট এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য সব নিয়ম মেনে ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত CRO-3 : ICDDRB এবং CRO-10: BSMMU কর্তিক সম্পন্ন করার জন্য গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি প্রদান করা হয়েছে। উক্ত পারফরম্যান্স ট্রাইল শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
গত বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জানান ওষুধ প্রশাসন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তকরণের কিট "জি রেপিট ডট ব্লুট"পরীক্ষার জন্য অনুমতি দিয়েছে।

