সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত করা হয়েছে ১৯৭৫ জন। এ নিয়ে সারাদেশে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন।এ নিয়ে সারাদেশে করণ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৯১ জন।
২৫ মে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সকল তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।
দেশের ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট ১১৫৪১ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৪৫১টি।
তিনি আরো বলেন, এ সময় সারাদেশে ৪৩৩ জন করোন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।


