করোনা ভাইরাস এবং আমফানের তাণ্ডব কাটিয়ে উঠতে না উঠতেই ভারতের উপর পঙ্গপালের আক্রমণ শুরু হয়েছে। ভারতের অর্থনীতিতে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা। এ মাসের শুরুতে রাজস্থানে প্রবেশের পর এখন মধ্যপ্রদেশে ও উত্তরপ্রদেশে ঝাকে ঝাকে ছড়িয়ে পড়েছে পঙ্গপাল। পঙ্গপালের একটি দল দিল্লির দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ একটি পঙ্গপালের দল থেকে রক্ষা পেতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কৃষক ও কর্মকর্তাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ফসল রক্ষা করতে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করছে দুটি রাজ্য সরকার। তারা রাসায়নিক স্প্রে, ধাতব বস্তুর শব্দ করে পঙ্গপাল হাত থেকে রেহাই পেতে চেষ্টা করছে। রাজস্থান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে ড্রোন চেয়েছে পঙ্গপাল নিয়ন্ত্রণের জন্য।
মধ্যপ্রদেশের কর্মকর্তারা জানান, ২৭ বছরের মধ্যে বৃহত্তম পঙ্গপালের আক্রমণ হতে চলেছে এ রাজ্যে। বর্ষা না আসা পর্যন্ত এ সঙ্কট বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থানের বেশ কয়েকটি জায়গায় ফসলি,সবজি ও গাছ ধ্বংস করার পর একটি দল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং এর নির্বাচনী এলাকায় বুথনিতে প্রবেশ করে। এ রাজ্যের নিমুচ জেলা দিয়ে প্রবেশ করেছে, পরে মালুয়া নেমারের কিছু অংশ পাড়ি দিয়ে এখন ভোপালের কাছে রয়েছে।


