শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র জনাব আবদুর রব মুন্সীর সহধর্মিনী আমাদের সকলের প্রিয় তাসলিমা বেগম(ডোরা) গত রাত বারোটার সময় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক মাস পূর্বে ঢাকায় তার অস্ত্রোপচার করা হয়েছিল কিছুটা সুস্থ হলে ঢাকা থেকে শরীয়তপুরের নিজ বাসায় আনা হয়েছিল। তখন থেকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিডনি ডায়ালাইসিস চলছিল। ঈদের দিন তার অবস্থার অবনতি হলে, গত কাল সন্ধ্যায় ঢাকায় তাকে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল নেওয়া হয়। গত রাত ১২টার সময় বাংলাদেশ মেডিকেল হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার প্রথম নামাজে জানাজা বাদ জোহর আংগারিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এবং দ্বিতীয় নামাজে জানাজা দুপুর তিনটায় তুলাতলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে।
অতঃপর আব্দুর রব মুন্সীর আংগারিয়া ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামের নিজ বাড়িতে তাকে সমাহিত করা হবে।


