শরীয়তপুর জেলায় নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা ৮৪ জন।
২৫ মে সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ভাইরাসের নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ২ জন, শরীয়তপুর পৌরসভার ১ জন ও ভেদরগঞ্জ উপজেলার মহিসার ইউনিয়নের ১ জন।
তিনি আরো জানান, শরীয়তপুর জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত মোট ৩৩ জন সুস্থ হয়েছেন।
শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার আক্রান্তদের পরিমাণ। সদর উপজেলা আক্রান্ত ২১জন, জাজিরা উপজেলায় ১১জন, নড়িয়া উপজেলায় ১৭ জন, ভেদরগঞ্জ উপজেলায় ১১ জন, গোসাইরহাট উপজেলায় ২ জন ও ডামুড্যা উপজেলায় ২২ জন।
শরীয়তপুর জেলায় এ পর্যন্ত মোট সন্দেহভাজন ২৩৯৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে। এরমধ্যে ২১৩২ জনের নমুনা ফলাফল এসেছে। এছাড়া যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের আশেপাশের কিছু বাড়িকে লকডাউন এর আওতায় রাখা হয়েছে।


