রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে করোনা ইউনিটের অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন মারা গেছেন। তারা সকলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহতরা হলেন, মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), বেরনন অন্তনি পাল (৭৪), খোদেজা বেগম (৭০) এবং রিয়াজুল হক (৪৫)। তারা সকলেই করোনা ইউনিটে ডাক্তার ওমর ফারুক এর অধীনে চিকিৎসাধীন ছিলেন।
তাদের মধ্যে তিনজন করোনা পজেটিভ ছিলেন। বাকি দুজন সুস্থ হয়ে উঠেছিলেন।এদের মধ্যে খোঁচা বেগমের শেষ দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল বলে জানা গেছে।


