সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্তের পরিমাণ ২০২৯জন। এটি বাংলাদেশে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের নতুন সর্বোচ্চ রেকর্ড। সারাদেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২১ জন।
আর এই সময় সারাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণ দাঁড়ালো মোট ৫৫৯ জন।
২৮মে বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সকল তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।
তিনি জানান গত ২৪ ঘন্টায় ৪৯ টি ল্যাবরেটরীতে মোট ৯ হাজার ২৬৭ টি নমুনা সংগ্রহ করা, এর সাথে আগের কিছু মিলিয়ে মোট ৯৩১০ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৭৭৬টি।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন। মৃতদের মধ্যে বয়সের দিক থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৫০ বছর বয়সী ৫ জন,৬০ বছর বয়সী ৫ জন এবং ৯১ থেকে ১০০ বছরের রয়েছেন একজন।


