আগামী ঈদুল ফিতরের ছুটিতে সরকারি চাকরিজীবীরা কেউ তাদের কর্মস্থলে ছেড়ে যেতে পারবেনা। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বর্ধিতকরণ আদেশে আজ একথা বলা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে আগামী ১৬ ই মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।
অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে সাধারণ ছুটিতে চলাচলের উপর নিষেধাজ্ঞা বর্ধিতকরণ বিষয়ক মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না এবং উক্ত সময়ে আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকবে।
নির্দেশনা আরও বলা হয় সাধারণ ছুটিতে চলাচলে নিষেধাজ্ঞা কালে এক জেলা থেকে অন্য জেলায় এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ কাজ বাস্তবায়ন করবেন।


