আজ শনিবার (২মে) দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর সিভিল সার্জন অফিস থেকে এক জরুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয় যে, শরীয়তপুর জেলায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে শরীয়তপুর সদরের চিতলিয়া ইউনিয়নের ২ জন, ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৩ জনএবং নড়িয়া উপজেলার ভূমখারা ইউনিয়নের একজন করোনা আক্রান্ত সনাক্ত করা হয়েছে।
শরীয়তপুর জেলায় নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২ জন।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম থেকে মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আব্দুর রশিদ জানান, নতুন করোনা আক্রান্তদের মধ্যে তিনজনের বয়স ১৩ থেকে ১৮ মধ্যে এবং অন্য তিনজনের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।

