প্রায় তিন সপ্তাহ পর প্রকাশ্যে কিম জং উন

0
As Rumours Surface of Kim Jong Un's Ill Health, Spotlight on His ...



মৃত্যু গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রায় ২০ দিন পর প্রকাশ্যে এসেছেন উত্তর কোরিয়ার একনায়ক শাষক কিম জং উন।গত শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ একটি কারখানা উদ্বোধন অনুষ্ঠানে কিম জং উন যোগ দিয়েছেন বলে সংবাদ প্রচার করে।

কে সি এন এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে,গত শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সচিয়ান নামক স্থানে একটি সার কারখানা উদ্বোধন করেছেন কিম জং উন। এসময় তার সঙ্গে বোন কিম ইয়ং জং এবং রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন।ফিতা কেটে কারখানাটি উদ্বোধন করেন এ সময় উপস্থিত কর্মকর্তা, ব্যবসায়ী ও অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

গত ১২ এপ্রিলের পর থেকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না উত্তর কোরিয়ার এই একনায়ক শাষককে। গুজব উঠেছিল তিনি মারা গেছেন। এছাড়া গত ১৫ এপ্রিল তার দাদা এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম। বিষয়টিতে গুজব আরো ঘনীভূত হয়।এরপর গত সপ্তাহে করিয়ান পিপলস রেভুলেশনারি আর্মির ৮৮ তম বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও দেখা যায় নি কিমকে।এসব বিষয় নজরে এনে কিম মারা গেছেন বলে আশঙ্কা  প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম।

অবশেষে গত শুক্রবার প্রকাশ্যে এসে শেষ পর্যন্ত মৃত্যু গুঞ্জনকে মিথ্যা প্রমাণিত করলেও বিশ্ববাসীর কাছ থেকে কেন আড়ালে ছিলেন,প্রশ্ন থেকেই গেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top