প্রধানমন্ত্রীর পর এবার দল থেকে বহিষ্কার হলেন মাহাথির

0

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ যে দলটি নিজেই গড়েছিলেন সেই রাজনৈতিক দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

আল জাজীরা টেলিভিশন এর এক প্রতিবেদনে বলা হয়, গত ১৮মে দেশটির পার্লামেন্টে অধিবেশন চলাকালীন সময় বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বসায় তাকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টি অফ মালয়েশিয়ার এক বিবৃতিতে বলা হয়, দল থেকে মাহাথির মোহাম্মদ এর সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।যেখানে এই রাজনৈতিক দলটির সরকার বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছে। যার নেতৃত্বে রয়েছেন মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠিতে দলটি জানিয়েছে,গত সপ্তাহে সংসদে বৈঠককালে বিরোধী দলের আসনে বসায় এবং প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পদে মহিউদ্দিনের নেতৃত্বে প্রত্যাখ্যান করায় স্বাভাবিক ভাবে তার সদস্যপদ বাতিল হয়।

উল্লেখ্য যে, গত ১৮মে মহিউদ্দিনের প্রধানমন্ত্রীত্ব নিয়ে দেশটির পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেন মাহাথির মোহাম্মদ।তখন দেশটির রাজা আব্দুল্লাহ করোনাভাইরাস পরিস্থিতির কারণে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করে দেন। ক্ষমতায় ফেরার লক্ষণ নিয়ে এই আস্থাভোটের ডাক দিয়ে হতাশ হন মাহাথির মোহাম্মদ।

অতঃপর মাহাথির মোহাম্মদ গণমাধ্যমে বলেন, "মালয়েশিয়ায় গণতন্ত্র আর বেঁচে নেই"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top