লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা

0

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নাগরিক ও ৪ জন আফ্রিকার নাগরিকসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করেছে লিবিয়ান মানবপাচারকারী পরিবারের সদস্যরা। এই সময় আরো ১১ জন আহত হয়েছেন।

লিবিয়ার ইংরেজি দৈনিক দ্য লিবিয়া অবজারভার এর ফেসবুক পেজে গত বৃহস্পতিবার এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পত্রিকাটি জানায় লিবিয়ার নাফিসা পার্বত্যাঞ্চলের জাবাল আল গারবি জেলার মেজদা শহরে এ ঘটনাটি ঘটেছে।মানব পাচারকারী এই অভিবাসীদের হাতে খুন হয়েছিল বলে মনে করা হচ্ছে তাই এর প্রতিশোধ নিতে মানবপাচারকারী পরিবারের সদস্যরা নির্বিচারে গুলি করে এতগুলো মানুষকে হত্যা করেছেন।

লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আহত ১১জন বাংলাদেশী নাগরিক বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, এক মানব পাচারকারী গত মঙ্গলবার রাতে অধিবাসীদের হাতে খুন হয়। এরপর তার সহযোগী এবং পরিবারের সদস্যরা প্রতিশোধ নিতেই নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে ৩০ জন নিহত হন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আই এম ও) লিবিয়ার মুখপাত্র বলেন, এ ঘটনার খবর আমরা জানতে পেয়েছি। বিস্তারিত জানার জন্য চেষ্টা করছি। এই ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top