বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু ও আক্রান্ত হওয়া অব্যাহত রয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচাইতে বেশি বাংলাদেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে আরো দুইজন বাংলাদেশী মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট ২৩১ জন বাংলাদেশি মারা গেছে।
সবমিলিয়ে বিশ্বের১৫ টি দেশে মোট ৪৫২ জন বাংলাদেশি মারা গিয়েছেন। আর বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশীদের আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
আজ বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে, বিদেশে বাংলাদেশের মিশন এবং প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে মৃত্যু ও আক্রান্ত মানুষের এ তথ্য পাওয়া গেছে।


