২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৭৬৪ জন, মৃত্যু ২৮ জন

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭৬৪ জন। এ নিয়ে সারাদেশে করোনা ভাইরাস এ আক্রান্ত সংখ্যা দাঁড়ালো মোট ৪৪ হাজার ৬০৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৮ জন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে।

৩০মে শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সকল তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।

তিনি জানান, সারাদেশে ৫০টি ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৯৮৭টি। এ নিয়ে সারাদেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২লাখ ৯৭ হাজার ৫৪ টি।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৩৭৫ জনে।

নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩ জন নারী।এদের মধ্যে ঢাকা বিভাগের ১৮জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ২ জন এবং ১ জন সিলেট বিভাগে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top