আজ ৩১মে রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষা- ২০২০ এর ফলাফল প্রকাশ করা হবে। সারাদেশে এই পরীক্ষায় ২০ লক্ষ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। আজ সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ফল ঘোষণা করবেন। এরপর বেলা ১১ টায় ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এবার করোনা ভাইরাস সংক্রমণের কারণে সাংবাদিকদের নিয়ে প্রতিবারের মতো সংবাদ সম্মেলন আয়োজন করা হবে না।
তিনটি উপায়ে পাওয়া যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। পৃ রেজিস্ট্রেশন,এসএমএস ও বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে।সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করবে শিক্ষা বোর্ড।শিক্ষার্থীদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করা যাবে।
যারা পি রেজিস্ট্রেশন করেছেন তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেওয়া হবে দুপুর ১২ টা থেকে ওয়েবসাইট থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে এজন্য http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।
এছাড়া এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোন মোবাইল অপারেটর থেকে এসএমএস করা যাবে। এজন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডেরনামের তিন অক্ষর লিখে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2020 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।
এছাড়া ঢাকা শিক্ষাবোর্ড থেকে বলা হয়েছে ৩১মে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলাফল পাবে না। ১ জুন বেলা বারোটা থেকে ইআইএন নম্বর ব্যবহার করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। তাই কোন অবস্থাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন গন জমায়েত করতে দেয়া যাবেনা। পরীক্ষার্থীদের জন্য এসব নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।


