শরীয়তপুরে ভাইস চেয়ারম্যানসহ করোনায় নতুন আক্রান্ত ৬ জন, মোট ১২৭ জন

0

শরীয়তপুর জেলায় নতুন করে আরো ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।নতুন আক্রান্ত সহ জেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১২৭ জন।

শরীয়তপুর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৩ জন।

১জুন সোমবার শরীয়তপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আব্দুর রশিদ।

তিনি জানান, জেলায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে জাজিরা পৌরসভার ৩ জন, সেনেরচর ইউনিয়নের ১ জন ও  ভেদরগঞ্জ পৌরসভা ১ জন ও মহিষার ইউনিয়নের ১ জন।

জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।

ডাঃ রশিদ জানান, শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত ১২৭ জনের মধ্যে এ পর্যন্ত ৫৮ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। জেলায় এ পর্যন্ত ২ হাজার ৯০১ টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৫৪০ নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top