নির্যাতনকারী নির্যাতিত বৃদ্ধ
কক্সবাজারের চকরিয়ায় ৭২ বছরের বৃদ্ধকে বিবস্ত্র করে মারধর করার ঘটনায় এক যুবলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় চকরিয়া থানার পরিদর্শক একেএম শহিদুল আলম চৌধুরী।
উল্লেখ্য গত ২৪মে ডেমুশিয়া স্টেশন থেকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে নামিয়ে নিয়ে নুরুল আলম (৭২) নামে এক ব্যক্তিকে বিবস্ত্র করে মারধর করা হয়। ডেমুশিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ারুল আলম (৩৫)মারধর করেন ঐ বৃদ্ধ ব্যক্তিকে। যা ইতিমধ্যে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
নুরুল আলম ইউনিয়নের ছয় কুড়ি টিক্কা পাড়ার বাসিন্দা।
ভিডিওতে দেখা গেছে মারধরের সময় বৃদ্ধের পরনের লুঙ্গি ও গেঞ্জি টেনে ছিড়ে ফেলার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগাল করেন আনসারুল আলম।
এই ঘটনায় বৃদ্ধের ছেলে থানায় একটি এজাহার দেন এতে ৮ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়। এছাড়া তদন্তের পরে বুধবার সকালে মামলা হিসেবে নথিভূক্ত করা হয়।



