লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যার মূল হোতা খালেদ ড্রোন হামলায় নিহত

0

লিবিয়ার মেজদা শহরে ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জন অভিবাসী হত্যার মূল হোতা খালেদ আল মিশাই ঘারিয়ানে ড্রোন হামলায় মৃত্যু বরণ করেছেন। গত ২ জুলাই মঙ্গলবার ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার দূরের ঐ শহরে লিবিয়া বিমান বাহিনীর ড্রোন হামলায় মারা যান ইফতার মিলিশিয়া বাহিনীর অন্যতম সদস্য খালেদ মিসাই।

লিবিয়ার ইংরেজি দৈনিক দ্য লিভিয়ান অবজারভার গত মঙ্গলবার রাতে এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে লিবিয়ায় অপহরণকারীদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ ও আফ্রিকান অভিবাসন প্রত্যাশীরা স্থানীয় এক অপহরণকারীকে মেরে ফেলেন। এই কারণে পরদিন মিলিশিয়ারা নির্মমভাবে বাংলাদেশের ২৬ জনকে হত্যা করেন। এ সময় আরো ১১ জন বাংলাদেশী অভিবাসী আহত হন।এই হামলায় লিবিয়ার মিলিশিয়াদের হাতে প্রাণ হারান সুদানের আরো চারজন নাগরিক।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top