সারাদেশে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৪৭১জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে আক্রান্ত নতুন সর্বোচ্চ রেকর্ড।এ নিয়ে সারাদেশে করোনা আক্রান্তের পরিমাণ মোট ৮১ হাজার ৫২৩ জন।
গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর নিয়ে সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০৯৫ জনে।
১২ জুন শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সকল তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৫৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সারাদেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫০২জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন।


