করোনার কারণে কিছু পরিবর্তন নিয়ে ফিরছে ক্রিকেট

0

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মাধ্যমে আবারো প্রাণ ফিরে পাবে ক্রিকেট মাঠ। তবে মাঠে ক্রিকেট ফেরার আগে নিয়মকানুনে আসছে বেশ কিছু পরিবর্তন।

গত ৯ জুন মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টেলি কনফারেন্সের মাধ্যমে ক্রিকেটের নিয়ম কানুনের নতুন পরিবর্তনগুলো অনুমোদন করেন।নিম্নে নতুন নিয়মকানুনগুলো তুলে ধরা হলো:-

বলে থুতু মাখানো নিষিদ্ধ : ক্রিকেট বলে লালা বা থুথু মাখানো ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কেউ যদি তা করেন তাহলে ব্যাটিং দল ৫ রান পাবে। তবে প্রথম দুবার এই ভুল করলে বলিং দলকে আম্পায়ার সতর্ক করে দিবেন। এক ইনিংসে সর্বোচ্চ সতর্ক করার পর একই ভুল করলে ব্যাটিং দল ৫টি প্লান্টিক রান পাবে।


করোনা ভাইরাস জনিত খেলোয়াড় বদল : যদি খেলা চলাকালীন কোন ক্রিকেটারের করোনাভাইরাস দেখা দেয় তাহলে বদলি খেলোয়াড় নিতে পারবে দল। তবে কনকাশন বদলির মতো রেফারি অনুমতি দিলে একই ধরনের খেলোয়াড় অদল বদল করা যাবে । শুধু টেস্ট এর ক্ষেত্রে বদলি খেলোয়াড় নিতে পারবে দল।

নিরপেক্ষ আম্পিয়ারের বাধ্যবাধকতা নেই : বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ সংক্রান্ত বিধি নিষেধ রয়েছে। এজন্য নিরপেক্ষ আম্পিয়ারের বাধ্যবাধকতা থেকে সরে এসেছে আইসিসি। আইসিসির প্যানেলভুক্ত স্বাগতিক দেশের আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন।

বাড়তি রিভিউ : পরিবর্তন এসেছে রিভিউর ক্ষেত্রেও। এখন থেকে প্রতি ইনিংসে একটি করে বাড়তি অসফল রিভিউ নিতে পারবে দলগুলো। দেশের আম্পায়ারদের সবার অভিজ্ঞতা সমান নয় তাই একটি বাড়তি রিভিউ রাখছে আইসিসি। টেস্টে তিনটি, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের একটি করে রিভিউ রাখা হয়েছে। আম্পায়ারিং এর স্বচ্ছতা বৃদ্ধির জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

জার্সিতে অতিরিক্ত লোগো ব্যবহার : টেস্ট ক্রিকেটে জার্সিতে অতিরিক্ত লোগো ব্যবহারের অনুমোদন দিয়েছে আইসিসি। টেস্ট এর জার্সি কিংবা সোয়েটারের বুকের দিকে ৩২ বর্গ ইঞ্চি সাইজের লোগো ব্যবহার করতে পারবেন। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের জার্সির বুকের দিকে বড় লোগোর পাশাপাশি আরও তিনটি লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে আইসিসি।

আইসিসির নজরদারি : বিভিন্ন সিরিজে নিরপেক্ষ ম্যাচ রেফারি না থাকলে পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করবে আইসিসি ক্রিকেট পরিচালনা টিম। খেলার নিয়ম ভঙ্গ সংক্রান্ত কোন ঝামেলা হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির সদস্যরা বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নিতে পারবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top