ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ গত রাতে ইন্তেকাল করেছেন

0

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ১৩ জুন শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ব্যক্তিগত সহকারি (এপিএস) নাজমুল হক সৈকত গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ নানা ধরনের রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত শেখ মোঃ মতিউর রহমান এবং মাতা মরহুমা মোসাম্মৎ রাবেয়া খাতুন। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

২০১৮ সালের ৩০ডিসেম্বর নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভের আগে তিনি আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top