শরীয়তপুরে করোনায় নতুন আক্রান্ত ৬ জন, মোট ২০৪ জন

0

শরীয়তপুর জেলায় নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করণা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০৪ জন।

শরীয়তপুর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪ জন মৃত্যুবরণ করেন।

১২জুন শুক্রবার শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে সকল তথ্য জানান জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ।

তিনি জানান, শরীয়তপুর জেলায় নতুন করে করনা ভাইরাসে আক্রান্ত ৬ জন হলেন নড়িয়া উপজেলার পৌরসভার ২ জন, ভোজেশ্বর ইউনিয়নের ০১ জন, চর আত্রাই ইউনিয়নের ১ জন, ফতেপুর ইউনিয়নের ১জন এবং গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ১ জন।

শরীয়তপুর জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৭৫৬ জনের সন্দেহভাজন নমুনা সংগ্রহ হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে। জেলায় নতুন করে কাউকে সুস্থ ঘোষণা করা হয়নি।

শরীয়তপুর জেলা বিএনপি'র সহ সভাপতি সাংবাদিক আবুল হোসেন সরদার সহ সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে দুইজন ভর্তি আছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top