মোহাম্মদ নাসিম আর নেই, আগামীকাল সকালে দাফন

0

১৩জুন শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও  স্বরাষ্ট্রমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আজ বেলা ১১ টা ১০মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান, আগামীকাল সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থান মসজিদে মোহাম্মদ নাসিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় আগামীকাল মোহাম্মদ নাসিমের জানাযায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক ভাবে উপস্থিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন আপনারা যে যার অবস্থান থেকে তার জন্য দোয়া করবেন। তিনি যেহেতু দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই দেশের এই পরিস্থিতিতে তার মরদেহ কোথাও নেওয়া হবে না। আগামী কাল সাড়ে দশটায় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মৃত্যুকালে মোহাম্মদ নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডাক্তার এস এ মালেক, আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top