শরীয়তপুরে জেলায় একজন মেডিকেল অফিসার ও দুইজন পুলিশ সদস্যসহ করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ২৫ জন। এ নিয়ে শরীয়তপুর জেলায় করোনা ভাইরাস দ্বারা আক্রান্তের পরিমাণ দাঁড়াল ২৭৩ জনে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করা ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের একজন নারীর তথ্য শরীয়তপুর জেলায় অন্তর্ভুক্ত করায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫ জন। এছাড়া জেলা এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১২৫ জন।
১৫জুন সোমবার শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানান।
তিনি জানান, শরীয়তপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন শরীয়তপুর সদর উপজেলার শরীয়তপুর পৌরসভার ৫ জন, ডোমসার ইউনিয়নের ১জন, জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের ২ জন, মুলনা ইউনিয়নের ২ জন, জাজিরা পৌরসভা ১জন, সেনেরচর ইউনিয়নের ১ জন, পালেরচর ইউনিয়নের ১ জন, ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ২জন, ভেদরগঞ্জ পৌরসভা ১ জন, রামভদ্রপুর এর ১ জন, চরভাগা ইউনিয়নের ১ জন, মহিষার ইউনিয়নের ১ জন, নড়িয়া উপজেলা পুরসভার ৪ জন, ডিঙ্গামানিক ইউনিয়নের ১ জন ও ঘড়িসার ইউনিয়নের ১ জন।


