গত ২৪ ঘন্টায় শরীয়তপুর জেলায় নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে শরীয়তপুর জেলায় করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ২৮২ জন।
শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গিয়েছেন ৫ জন।আর এ পর্যন্ত শরীয়তপুর জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ১৩৫ জন।
১৬জুন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা সিভিল সার্জন অফিস থেকে করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডাক্তার আব্দুর রশিদ এসকল তথ্য জানান।
তিনি জানান, শরীয়তপুর জেলায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হলেন, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১জন, শরীয়তপুর পৌরসভার ২ জন, জাজিরা উপজেলার জাজিরা পৌরসভার ১ জন, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ১ জন, ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার ১ জন, গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ২ জন, গোসাইরহাট ইউনিয়নের ১ জন সহ মোট ৯ জন এর করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
শরীয়তপুর জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৪২ টি সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে।


