৬৪ জন অভিবাসন প্রত্যাশীকে একটি ট্রাক থেকে আটক করেছে নর্থ মেসিডোনিয়ান পুলিশ।এদের সবাই বাংলাদেশী নাগরিক বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়।
নিউইয়র্ক টাইমস জানায়, নর্থ মেসিডোনিয়ার পুলিশ স্থানীয় সময় সোমবার নিয়মিত টহলের সময় ৬৪ জন অভিবাসীকে আটক করে যাদের সবাই বাংলাদেশী নাগরিক। গ্রীসের সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি একটি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়েছে।
গত ২৩ জুন মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করে নর্থ মেসিডোনিয়ান পুলিশ। অবশ্য আটককৃতদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এ বিবৃতিতে শুধু জানানো হয়েছে আটকদের সীমান্তের কাছে গেভগেলিজা নামক একটি শহরে স্থানান্তর করা হয়েছে।


