বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়ছে ভিসা প্রাপ্ত লাখ লাখ শ্রমিকের

0


করোনা ভাইরাস মহামারী প্রকোপ কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিসা প্রাপ্ত বাংলাদেশী শ্রমিকরা বিদেশ না যেতে পেরে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এতে লাখ লাখ শ্রমিকের বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়ছে। এরমধ্যে বিদেশ থেকে ছুটি কাটাতে দেশে এসে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে তাদের ফ্লাইট বাতিল হওয়ার কারণে তারা এই সমস্যায় পড়েন। আবার নতুন ভিসা প্রাপ্ত শ্রমিকরা বিদেশ না যেতে পেরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সারা বিশ্বে করণা মহামারীর প্রভাব প্রকট আকার ধারণ করায় বিশ্বের অর্থনৈতিক বিপর্যয় বেশিরভাগ দেশ ব্যয় সংকোচন নীতি গ্রহণ করায় চাকরি হারিয়ে দেশে ফিরছেন বহু প্রবাসী শ্রমিক।এদের মধ্যে কেউ চুক্তির মেয়াদ শেষ হয়ে করে আর কাজে যোগ দিতে পারছেন না আবার কেউ অবৈধভাবে থাকায় দেশে ফেরত পাঠানো হচ্ছে।

তাই সরকারের উচিত সংশ্লিষ্ট দেশগুলোর সাথে জরুরী ভিত্তিতে আলোচনার মাধ্যমে যেন ভিসা প্রাপ্ত শ্রমিকদের সংশ্লিষ্ট দেশে পাঠাতে সক্ষম হয় এবং বিদেশে কর্মরত শ্রমিকদের ভিসা নবায়ন করার ব্যবস্থা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top