শরীয়তপুরে করোনায় নতুন আক্রান্ত ৩৯ জন, মোট ৫১১ জন

0

শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ অতিক্রম করেছে। জেলায় নতুন করে আরো ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১১ জনে।

শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ০৫ জন মৃত্যুবরণ করেন।শরীয়তপুরে করোনা আক্রান্তের মধ্যে নতুন করে আরও সাতজন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২৪ জন।

২৯জুন সোমবার রাতে শরীয়তপুর জেলা সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সকল তথ্য জানান।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদরে ২১ জন, গোসাইরহাটে ৬ জন, নড়িয়ায় ০৪ জন, জাজিরায় ০১ জন, ভেদরগঞ্জ উপজেলায় ০৪ জন সহ মোট ৩৯ জন।

শরীয়তপুর জেলায় এপর্যন্ত ৫ হাজার ২৭৩ জনের সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে। এরমধ্যে ৪ হাজার ৭৭০ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top