রাজধানীর বুড়িগঙ্গা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ০৮ জন নারী, ০৩ জন শিশু এবং ১৯ জন পুরুষ রয়েছেন। দুর্ঘটনাকবলিত লঞ্চটিতে ১০০ মতো যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। এই ঘটনার তদন্তের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
উল্লেখ্য মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় শ'খানেক যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে আসছিল। সকাল সাড়ে নয়টার দিকে ফরাসগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূরী-২ লঞ্চ পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।


